শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম তিন হিজবুল মুজাহিদিন জঙ্গি। গতকাল সন্ধে থেকে বাদগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় শুরু  হয়। সকালে শেষ হয় গুলির লড়াই। এক জঙ্গির খোঁজে তল্লাশি চলছে। নিহতদের মধ্যে জাভেদ নামে এক জঙ্গি চুরপুর এবং আবিদ নামে আরেক জঙ্গি বাদগামেরই বাসিন্দা। নিহত তৃতীয় জঙ্গির পরিচয় এখনও মেলেনি। মৃত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার  হয়েছে একটি এসএলআর, একটি পিস্তল ও ৪টি ম্যাগাজিন।
অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রীদের একটি বাসে নারকীয় হামলার একদিনের মধ্যেই বাদগামে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময়ের ঘটনা ঘটল।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নির্দিষ্ট সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার কথা জানতে পেরে নিরাপত্তা বাহিনী গতকাল সন্ধেয় বাদগামের রেডবাগ এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে। এরপরই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। শুরু হয়ে যায় গুলির লড়াই।
অমরনাথ যাত্রীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।