নয়াদিল্লি: আপত্তি টিকল না। ১ ফেব্রুয়ারিই কেন্দ্রীয় বাজেট পেশ হবে সংসদে। সম্মতি দিয়ে দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে পিটিশন দিয়ে আবেদন করা হয়েছিল, ৫ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের পালা চুকে যাওয়ার পরই সাধারণ বাজেট পেশ হোক। কিন্তু তা খারিজ করে শীর্ষ আদালত জানিয়েছে, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ হতে কোনও অসুবিধা নেই।
ফেব্রুয়ারির শেষ কাজের দিনটিতে সংসদে বাজেট পেশ করার কয়েক দশকের রীতি ভেঙে চলতি বছরে বাজেট পেশের দিন এগিয়ে এনেছে কেন্দ্রের বর্তমান সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তি, বাজেট আগে পেশ হলে অর্থ বিলও তাড়াতাড়ি পাশ করা যাবে এবং তার ফলে সময়মতো প্রয়োজনীয় অর্থ মিলবে।
তবে বিরোধী দলগুলির দাবি, শাসক দল বাজেটে ভোটমুখী রাজ্যগুলিতে নির্বাচনে ফায়দা তুলতে জনমোহিনী সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তাই বাজেট পেশ পিছিয়ে দেওয়া হোক ভোটের পর। কিন্তু বিরোধীদের বক্তব্য মানেনি সুপ্রিম কোর্ট। বাজেট পিছনোর দাবিতে আবেদনকারী আইনজীবী মনোহর লাল শর্মার দায়ের করা জনস্বার্থ পিটিশন খারিজ করে দিয়ে সর্বোচ্চ আদালত বলেছে, কেন্দ্রীয় বাজেটে ভোট হতে চলা রাজ্যগুলির মানুষ প্রভাবিত হবেন, এমন মনে করার কোনও কারণ নেই।
আপত্তি খারিজ সুপ্রিম কোর্টে, সাধারণ বাজেট পেশ ১ ফেব্রুয়ারিই
web desk, ABP Ananda
Updated at:
23 Jan 2017 03:52 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -