নয়াদিল্লি: কমেও কমল না পেট্রোল-ডিজেলের দাম। অন্তঃশুল্ক কমানোর স্বস্তির কিছুক্ষণের মধ্যেই বসল সমপরিমাণ হাইওয়ে সেস। আগের জায়গাতেই পেট্রোল-ডিজেলের দাম।
বৃহস্পতিবার অরুণ জেটলির বাজেট বক্তৃতা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জানা যায়, সরকার অন্তঃশুল্ক কমানোর ফলে লিটারে ২ টাকা করে সস্তা হচ্ছে ডিজেল ও পেট্রোল। পাশাপাশি, সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, লিটারে ৬ টাকা অতিরিক্ত এক্সাইজ ডিউটিও মকুব করে কেন্দ্র। গত কয়েকদিনে যেভাবে লাফিয়ে লাফিয়ে পেট্রোপণ্যের দাম বাড়ছিল, তাতে এই খবরে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সাধারণ মানুষ। এক ধাক্কায় পেট্রোল-ডিজেলের দাম লিটারে ৮ টাকা কমে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই উধাও হয়ে যায় সেই স্বস্তি! পিটিআই সূত্রে খবর, পেট্রোল-ডিজেলের ওপর বসিয়ে দেওয়া হয়েছে সমপরিমাণ (৮ টাকা) হাইওয়ে সেস। ফলে বদলালো না কিছুই। কমেও কমল না পেট্রোল ডিজেল। শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিন, তেলের দাম নিয়ে এভাবেই কার্যত ডিগবাজি খেল মোদী সরকার। বৃহস্পতিবার কলকাতায় লিটারপ্রতি ডিজেলের দাম ৬৬ টাকা ৭৮ পয়সা। পেট্রোলের দাম ছিল ৭৫ টাকা ৭৪ পয়সা।
বাজেটে অন্তঃশুল্ক কমতে না কমতে বসল হাইওয়ে সেস, একই রইল পেট্রোল-ডিজেল
Web Desk, ABP Ananda
Updated at:
01 Feb 2018 07:43 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -