নয়াদিল্লি: এবারের সাধারণ বাজেটের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। কংগ্রেস নেতা বলেছেন, বাজেট একেবারেই দিশাহীন।  তাঁর অভিযোগ, অর্থনীতি যে সংকটের মুখে পড়েছে এবং বৃদ্ধির হারের যে গত ছয় ত্রৈমাসিক ধরে পতন চলছে, সরকার তা স্বীকার করছে না। চিদম্বরম বলেছেন, বাজেটে এমন কিছুই নেই যাতে মনে করা যায় যে, ২০২০-২১ এ বৃদ্ধির হার ঘুরে দাঁড়াবে। আগামী অর্থবর্ষে ৬ থেকে ৬.৫ শতাংশ হারে বৃদ্ধির দাবিকে আশ্চর্যজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন চিদম্বরম।
প্রাক্তন অর্থমন্ত্রী বলেছেন, অর্থনীতি চাহিদা-সঙ্কোচন ও লগ্নির স্বল্পতার সমস্যা দেখা যাচ্ছে। তিনি বলেছেন, অর্থমন্ত্রী এই দুটি চ্যালেঞ্জের কথা স্বীকার করেননি। এটা খুবই দুঃখজনক। অর্থমন্ত্রী এই দুটি চ্যালেঞ্জের নিষ্পত্তির জন্য কোনও সমাধান বা ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও দেননি। এই দুটি সমস্যা থাকলে অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারবে না এবং দেশের কোটি কোটি দরিদ্র ও মধ্যবিত্তর কোনও সুরাহা হবে না।
চিদম্বরম কংগ্রেস দফতরে সাংবাদিক বৈঠকে বলেছেন, ১৬০ মিনিটের দীর্ঘ বাজেট বক্তৃতা শোনার পর আমার বোধগম্য হল না যে, এবারের বাজেটে কোন বার্তা দেওয়া হল। বাজেট বক্তৃতায় কোনও মনে ধরার মতো ধারনা বা বিবৃতি মনে করতে পারছি না।
চিদম্বরম বলেছেন, সরকার অর্থনীতির পুণরুজ্জীবন বা বৃদ্ধির হার ত্বরাণ্বিত করা বা বেসরকারি লগ্নিকে উত্সাহিত করা বা দক্ষতা বৃদ্ধি বা কর্মসংস্থান তৈরি বা বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশ নিজেদের হাতে নিয়ে আসার মতো বিষয়গুলি ভাবছে না।
বাজেটকে ১ থেকে ১০-এর মধ্যে তিনি কত নম্বর দেবেন এই প্রশ্ন করা হলে চিদম্বরম বলেছেন, ১ থেকে ০-র মধ্যে যেকোনও সংখ্যা বেছে নিতে পারেন.. ১০-এ একটা ১ ও একটা শূন্য রয়েছে।