কলকাতা: ২০১৭ সালের কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বাজেট প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এবারের কেন্দ্রীয় বাজেট একেবারেই দিশাহীন, অর্থহীন। এই বাজেটের মাধ্যমে দেশবাসীকে কোনও সঠিক পথ দেখায়নি মোদী সরকার। আজকের বাজেটে ছিল শুধু সংখ্যা এবং কথার খেলা, তোপ মমতার।





শুরু থেকেই সরস্বতী পুজোর দিন বাজেট পেশ হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তৃণমূলের তরফে ঘোষণা করা হয়, বাজেট অধিবেশন মঙ্গলবার থেকে সংসদে শুরু হলেও, প্রথম দুদিন বাজেট অধিবেশনে তাঁর দল উপস্থিত থাকবে না বলে ঘোষণা করেন দলনেত্রী। তারপর আজকের বাজেট নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। মমতার কথায় আজকের বাজেট অর্থহীন, দিশাহীন, ভিত্তিহীন, লক্ষ্যহীন, প্রভাবহীন এবং অমানবিক।





করদাতাদের এখনও ব্যাঙ্ক থেকে টাকা তোলার ক্ষেত্রে বিধি-নিষেধ রয়েছে। নোট বাতিল এবং সেবিষয়ে কোনও কথা ও তথ্যের উল্লেখ নেই। শুধু কথার খেলায় মানুষকে দিকভ্রষ্ট করা হয়েছে, মন্তব্য মমতার।