নয়াদিল্লি: বিরোধী দলগুলির আপত্তি তোয়াক্কা না করে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট ঘোষণা করবে কেন্দ্র। তবে, আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সেখানে কোনও প্রকল্পের কথা ঘোষণা করা হবে না বলে জানানো হয়েছে।


১ ফেব্রুয়ারিতেই বাজেট পেশ করার বিষয়ে এদিন নির্বাচন কমিশনের সামনে জোর সওয়াল করে কেন্দ্র। সরকারের তরফে জানানো হয়, গত বছরের সেপ্টেম্বর মাসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বাজেট ১ ফেব্রুয়ারিতে পেশ করা হবে।


বাজেট একমাস এগনোর নেপথ্যে সরকারপক্ষের যুক্তি, এর ফলে নতুন অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল থেকেই যাতে বিনিয়োগের প্রক্রিয়া সুষ্ঠুভাবে শুরু করা যাবে। কমিশনকে কার্যত একপ্রকার বুঝিয়ে দেওয়া হয়, বাজেটের দিনক্ষণ বদল করা আর সম্ভব নয়।


তবে, বিধানসভা নির্বাচনের বিষয়টি মাথায় রেখে, সংশ্লিষ্ট ৫ রাজ্যে কোনওপ্রকার প্রকল্পের ঘোষণা করা হবে না বলে সম্মত হয়েছে কেন্দ্র। জানা গিয়েছে, সংসদের বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৩১ জানুয়ারি।


ওই দিন যৌথ অধিবেশনে বক্তব্য পেশ করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ওইদিনই পেশ করা হবে আর্থিক সমীক্ষা। পরের দিন, ১ ফেব্রুয়ারি, বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।