নয়াদিল্লি: মহাত্মা গাঁধী, স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি এবং হিন্দি শ্লোকের মাধ্যমে বাজেট পর্ব উতরে গেলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিরোধীদের উদ্দেশে তিনি বললেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা অনুসরণ করুন।’
বাজেট পেশ করার আগে বিরোধীদের বাধার মুখে পড়তে হয়েছিল জেটলিকে। গতকাল সংসদেই অসুস্থ হয়ে পরে প্রয়াত সাংসদ ই আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাজেট পেশ স্থগিত রাখার দাবি জানিয়েছিল কংগ্রেস, বাম দলগুলি এবং রাষ্ট্রীয় জনতা দল। কিন্তু লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন বিরোধীদের দাবি খারিজ করে আজই বাজেট পেশের অনুমতি দেন। এরপরেই বক্তব্য রাখেন জেটলি।
বক্তব্যের শুরুতেই অর্থমন্ত্রী বলেন, বসন্তকাল আশার সঞ্চার করে। এই প্রথম সাধারণ বাজেট ও রেল বাজেট একসঙ্গে পেশ করা হল। রেল বাজেট ও সাধারণ বাজেটকে এক করে দেওয়ার সিদ্ধান্তকে ঐতিহাসিক পদক্ষেপ বলে ব্যাখ্যা করেছেন অর্থমন্ত্রী। প্রায় দু ঘণ্টা বক্তব্য রাখেন তিনি। নোট বাতিল নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে গাঁধীকে উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, ‘ঠিক কারণে কোনও সিদ্ধান্ত নেওয়া হলে সেটা কখনও ব্যর্থ হয় না। আজ কালো টাকাকেও রঙ বদল করতে হয়েছে।’
অর্থমন্ত্রীর পরিবারের লোকেরা আজ সংসদে হাজির ছিলেন। বাজেট পেশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করমর্দন করে অভিনন্দন জানান জেটলিকে।
বাজেট ভাষণে বারবার জেটলির মুখে গাঁধী, বিবেকানন্দ
Web Desk, ABP Ananda
Updated at:
01 Feb 2017 05:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -