নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ২০ জানুয়ারি। সাধারণ বাজেট পেশ ১ ফেব্রুয়ারি। সংসদ বিষয় মন্ত্রিসভা কমিটি এমনই সুপারিশ করেছে।
সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, ২৯ জানুয়ারি উভয় কক্ষের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। আর্থিক সমীক্ষা ওই দিনই পেশ করা হবে।
বাজেট অধিবেশন চলবে দুই পর্বে। প্রথম পর্ব ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ৫ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব।
বাজেট অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত করতে এদিন বৈঠকে বসে মন্ত্রিসভা কমিটি।
আজই সংসদের শীতকালীন অধিবেশন শেষ হয়েছে।