নয়াদিল্লি: শিবসেনার হুমকিতে বাতিল হয়ে গেল বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির রামলীলার মঞ্চে অভিনয়। শিবসেনার আপত্তির পরিপ্রেক্ষিতে রামলীলায় অভিনয় না করার কথা জানিয়েছেন নওয়াজউদ্দিন।
আসলে বিগত কয়েকদিন ধরেই নিজের গ্রাম মুজফ্ফরনগরের বুধানায় রয়েছেন নওয়াজউদ্দিন। এখানে রামলীলায় মারিচের চরিত্রে অভিনয়ের কথা ছিল তাঁর। উল্লেখ্য, মহাকাব্য রামায়ণ অনুসারে রাম মরিচ রাক্ষসকে নিধন করেছিলেন।
তাঁর ভূমিকায় অভিনয়ের জন্য মহড়াও দিয়েছিলেন নওয়াজউদ্দিন। কিন্তু শিবসেনার বিক্ষোভের কারণে রামলীলায় অভিনয় বাতিল করলেন তিনি।
জানা গেছে, নওয়াজউদ্দিনের গ্রামের রামলীলা কমিটি তাঁকে মারিচের চরিত্রে অভিনয়ের আর্জি জানিয়েছিলেন। তাতে রাজিও হয়েছিলেন তিনি।নওয়াজউদ্দিনের অভিনয় নিয়ে আশেপাশের গ্রামের লোকজনদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল।
কিন্তু শিবসেনার স্থানীয় নেতারা রামলীলায় নওয়াজউদ্দিনের অভিনয় নিয়ে আপত্তি তোলেন। শিবসেনার মুজফ্ফরনগরের নেতা মুকেশ শর্মা বলেছেন, ‘নওয়াজউদ্দিন নামের কোনও ব্যক্তিকে আমাদের ধর্মের মঞ্চে উঠতে দেব না। নামের পাশাপাশি ব্যক্তি নওয়াজউদ্দিন সম্পর্কে আমাদের আপত্তি রয়েছে’। শিবসেনা নেতা বলেছেন, নওয়াজউদ্দিনের বিরুদ্ধে তাঁর ভ্রাতৃবধূকে মারধরের অভিযোগ উঠেছে। তাই তাঁরা নওয়াজউদ্দিনকে রামলীলায় অভিনয় করতে দেবেন না।
শিবসেনার হুমকি, বাতিল হয়ে গেল নওয়াজউদ্দিনের রামলীলায় অভিনয়
ABP Ananda, web desk
Updated at:
06 Oct 2016 01:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -