নয়াদিল্লি: গো-রক্ষার নামে স্বঘোষিত গোরক্ষকদের তাণ্ডব রুখতে অভিনব পন্থার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির। তাঁর মতে, গো-অভয়ারণ্য হোক বন দফতরের জমিতে। এতে, মানুষের হস্তক্ষেপ কমবে।

তিনি জানান, সাম্প্রতিক অতীতে গোরক্ষার নামে একাধিক হিংসা ও হামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় গো-মাংস পরিবহণ, খাওয়া ও বিক্রি করার অভিযোগে স্বঘোষিত গো-রক্ষকদের নিশানায় এসেছেন বহু মানুষ।

একে রুখতে পরিবেশ মন্ত্রককে একটি প্রস্তাব দিয়েছেন আহির। তাঁর মতে, যে ১৬ রাজ্যে গো-মাংস বিক্রি বা কেনা নিষিদ্ধ, সেখানে প্রত্যেক জেলায় এক হাজার হেক্টর জমি বরাদ্দ করা হোক, যেখানে গো-অভয়ারণ্য গড়ে তোলা হবে।

আহির জানান, চলতি মাসেই তিনি কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে দেখা করে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করবেন। তাঁর মতে, এই বিশেষ গো-অভয়ারণ্য তৈরি করতে খরচও সম্ভবত লাগবে না, কারণ, বন-জঙ্গল থেকেই গরুরা খাবার সংগ্রহ করতে পারবে।

তিনি এ-ও প্রস্তাব দেন, যে যে জায়গায় গোশালা রয়েছে, সেগুলি খালি করে গরুগুলিকে এই অভয়ারণ্যে রাখা হোক। এতে, গবাদিগুলিকে কসাইখানায় নিয়ে যাওয়াও সম্ভব হবে না। আর, হিংসাও কমবে।