লখনউ: আদালতের বাইরে অযোধ্যা সমস্যা সমাধানের নয়া প্রস্তাব আনল উত্তরপ্রদেশের শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। তাদের প্রস্তাব, অযোধ্যার বিতর্কিত ভূখণ্ডে রামমন্দিরই হোক, মসজিদ হোক লখনউয়ে।
শিয়ার বোর্ডের চেয়ারম্যান ওয়াসিম রিজভি জানিয়েছেন, তাঁরা চান, অযোধ্যার ওই ভূখণ্ডে বিশাল এক রামমন্দির নির্মিত হোক। বদলে শিয়া মুসলমানদের জন্য লখনউয়ের হুসেনাবাদ এলাকায় মসজিদ নির্মাণে বরাদ্দ করা হোক এক একর জমি, যা হিন্দুদের ধর্মীয় এলাকার বাইরে। এই নিষ্পত্তি ফরমুলা পেশ করার জন্য শনিবার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাঁরা।
রিজভির কথায়, ইউপি সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড নয়, তাঁরাই অযোধ্যা সংক্রান্ত মামলায় মতামত দেওয়ার আসল দাবিদার।
যদিও শিয়া বোর্ডের পরামর্শ মানতে রাজি নন সুন্নি মৌলবীরা। তাঁদের দাবি, এলাহাবাদ হাই কোর্ট অযোধ্যার ওই জমির এক তৃতীয়াংশ সুন্নি ওয়াকফ বোর্ডকে দিয়েছে। সুন্নিদের দাবি নিয়ে কারও প্রশ্ন থাকলে সে আগে আদালতের রায় চ্যালেঞ্জ করুক।
অযোধ্যায় তৈরি হোক রামমন্দির, মসজিদ হোক লখনউয়ের কোথাও, শিয়া বোর্ডের নিষ্পত্তি সূত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Nov 2017 09:42 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -