জয়পুর: বাড়িতে যদি বিদ্যুৎ চাও, তাহলে ভালয় ভালয় শৌচাগার বানাও। না হলে থাক অন্ধকারে। এমনই ফতোয়া জারি করেছেন রাজস্থানের ভীলওয়াড়া জেলার গাঙ্গিথালা গ্রামের প্রশাসনিক আধিকারিকরা। বলা হয়েছে, যদি ওই গ্রামের মানুষ শৌচাগার না তৈরি করেন, তবে ১৫ দিন পর তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।
এই নির্দেশের পিছনে রয়েছেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কর্তার সিংহ। ১৮ তারিখ উন্মুক্ত এলাকায় প্রাকৃতিক কাজ বন্ধের জন্য সচেতনতামূলক প্রচার চালাচ্ছিলেন তিনি। তখন হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় পিপলুন্দ গ্রামের বাসিন্দাদের। বারবার বোঝানো সত্ত্বেও তাঁরা জানিয়ে দেন, বাড়িতে শৌচাগার বানানো যাবে না, খোলা জায়গাতেই তাঁরা প্রাকৃতিক কাজ সারবেন। তাঁদের গ্রেফতার করা হয়ে প্রত্যেকে ১০,০০০ টাকার বিনিময়ে জামিন পেয়ে যান। রাজি হন, ১৫ দিনের মধ্যে বাড়িতে শৌচাগার তৈরি করবেন, তা ব্যবহারও করবেন।
তাঁর বক্তব্য, বারবার অনুরোধ, বোঝানোর পরেও ওই গ্রামের মাত্র ১৯ শতাংশ বাসিন্দার বাড়ি শৌচাগার রয়েছে। অথচ অনিচ্ছুক গ্রামবাসীদের টয়লেট বানাতে বাধ্য না করে ছেড়ে দেওয়া হয়েছে শুধু জরিমানা নিয়ে। তাই বিদ্যুৎ দফতরকে তিনি নির্দেশ দেন, যদি ওই গ্রামবাসীরা বাড়িতে শৌচাগার তৈরি শুরু না করেন, তবে তাঁদের বাড়ির আলোক সংযোগ কেটে দিতে হবে, বন্ধ করা হবে রেশনও।
যদিও বড় কর্তারা এই নির্দেশের প্রতিবাদ করায় আপাতত রণে ভঙ্গ দিয়েছেন কর্তার। নির্দেশ প্রত্যাহার করেছেন তিনি।
হয় শৌচাগার তৈরি কর, নয়তো অন্ধকারে থাক: রাজস্থানে গ্রামবাসীকে হুমকি আধিকারিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Aug 2017 09:58 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -