মুম্বই: বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমারের বাংলো দখলের চেষ্টার অভিযোগে এক নির্মাতার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করল মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন বিভাগ। পুলিশ সূত্রের খবর, সমির ভোজওয়ানি নামে ওই নির্মাতা বান্দ্রার অভিজাত পালি হিল এলাকার দুটি প্লটের ওপর নিজের দাবি জানান। ওই প্লটেই রয়েছে দিলীপ কুমারের বাংলো। পুলিশ জানিয়েছে, ভোজওয়ানির ওই দাবি মিথ্যে।
পুলিশের সন্দেহ, বাংলোটি দখল করতে ভোজওয়ানি কিছু নথিপত্র জাল করেছেন।
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু গত সোমবার পুলিশের কাছে ভোজওয়ানির বিরুদ্ধে মামলা দায়ের করেন।এরই ভিত্তিতে ভোজওয়ানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আর্থিক অপরাধ দমন শাখার ডেপুটি কমিশনার পরাগ মানেরে।
পুলিশের অন্য এক আধিকারিক জানিয়েছেন, অভিযোগ অনুসারে, কিংবদন্তী অভিনেতা ১৯৫৩ সালে ১.৪০ লক্ষ টাকায় ওই দুটি প্লট কিনেছিলেন।
অন্যদিকে, পলাতক নির্মাতা দাবি করেন যে, তাঁর বাবা ১৯৮০-র দশকে ওই দুটি প্লট মুলরাজ খাটাউ ট্রাস্টের কাছ থেকে প্লট দুটি কিনেছিলেন।
মামলা রুজু হওয়ার পর পুলিশের একটি দল ভোজওয়ানির বান্দ্রার বাড়িতে তল্লাশি চালায়। সেখানে ছুরি ও ভোজালি সহ হাতিয়ার উদ্ধার করা হয়েছে।