ঠানেতে প্রবল বৃষ্টিতে বহুতল ভেঙে মৃত্যু ৯ জনের, আহত ১০
Web Desk, ABP Ananda | 31 Jul 2016 11:19 AM (IST)
থানে: প্রবল বৃষ্টিতে থানের ভিওয়ান্ডিতে বহুতল ভেঙে ৯ জনের মৃত্যু হয়েছে। জখম ১০। আজ সকাল সাড়ে ৯ টা নাগাদ ভিয়ান্ডির শান্তিনগর থানা এলাকায় একটি দোতলা বাড়ি ভেঙে পড়ে। সেসময় ৭-৮ টি পরিবার বহুতলের মধ্যে ছিল। মৃত ৯ জনের মধ্যে ৪ শিশু ও ৩ মহিলা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং পুলিশ। বাড়ির নিচে এখনও কেউ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা। আহতদের মধ্যে ৯ জনকে থানে সিভিল হাসপাতালে এবং ১ জনকে ভিওয়ান্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ওই বাড়িটি বিপজ্জনক বহুতলের তালিকায় ছিল। প্রবল বর্ষণে ভেঙে পড়ে সেটি। সকাল থেকেই অতিবর্ষণে জল জমে যায় থানের বিভিন্ন জায়গায়। প্রসঙ্গত, গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে দেশের বিভিন্ন রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সবথেকে খারাপ অবস্থা অসমের। শনিবারই অসমে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।