বুলন্দশহর গণধর্ষণ: মূল অভিযুক্ত সহ গ্রেফতার ৩
Web Desk, ABP Ananda | 09 Aug 2016 03:35 AM (IST)
লখনউ: বুলন্দশহর গণধর্ষণকাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সহ ৩। এই নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গতকাল রাতে অভিযানে নেমে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধরা পড়ে মূল অভিযুক্ত সেলিম বাওয়ারিয়া। তবে কোথা থেকে তাদের সন্ধান পাওয়া গিয়েছে সে তথ্য প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, সম্প্রতি নয়ডার এক মহিলা ও তাঁর নাবালিকা মেয়েকে উত্তরপ্রদেশের হাইওয়ের কাছে গাড়ি থেকে টেনে নামিয়ে গণধর্ষণ করে দুষ্কৃতীরা। উত্তরপ্রদেশের সাহাজাহানপুরে আত্মীয়র বাড়ি যাচ্ছিল পরিবারটি। রাস্তায় বুলন্দশহরের কাছে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পান তাঁরা। প্রথমে তাঁরা গাড়ি থামাননি। আরও খানিকটা যাওয়ার পর আবার শব্দ শুনতে পেয়ে গাড়ি থামাতে বাধ্য হন। পরিবারের অভিযোগ গাড়ি ঘিরে ধরে কয়েকজন দুষ্কৃতী। গাড়ি থেকে সকলকে জোর করে নামিয়ে দড়ি দিয়ে পুরুষ সদস্যদের বাঁধা হয়। এরপর মহিলা ও তাঁর মেয়েকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এই নক্ক্যারজনক ঘটনায় সমালোচনার মুখে পড়তে হয় অখিলেশ যাদবের সরকারকে।