'বুলেট ট্রেন নয়, কাজ চাই!' অধিগ্রহণের জমি মাপজোক জোর করে বন্ধ করে দিল এমএনএস
Web Desk, ABP Ananda
Updated at:
07 May 2018 06:40 PM (IST)
মুম্বই: মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এজন্য সোমবার পূর্ত দপ্তরের লোকজন পার্শ্ববর্তী ঠানে জেলার শিল গ্রামের শিলফাটা এলাকায় জমি মাপজোকের কাজ করছিলেন। কিন্তু মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) প্রবল বাধাদানে তা বন্ধ করে দিতে হয়। সরকারি অফিসাররা জানান, রাজ ঠাকরের দলের লোকজন বেশ কয়েকবার মাপজোকের কাজ ভন্ডুল করে দিলে দুপুরের পর তা বন্ধ করে দিতে হয়, যদিও ঘটনাস্থলে পুলিশ ছিল। তবে জমি মাপামাপির বিরোধী বিক্ষোভকারীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে।
এমএনএস-এর ঠানে শাখার প্রধান অবিনাশ যাদব বলেন, আমরা বুলেট ট্রেন নয়, কাজ চাই। জমি মাপজোকের বিরোধিতা চলবে। কর্তৃপক্ষ যাতে জমি মাপামাপি বন্ধ করতে বাধ্য হয়, সেজন্য স্বতঃস্ফূর্ত বিক্ষোভ চলবে।
এমএনএস প্রধান বরাবরই বুলেট ট্রেন প্রকল্পের বিরোধিতা করে আসছেন। এর আগে জনসভায় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেছেন, প্রস্তাবিত হাইস্পিড রেল করিডরের রুট বরাবর সরকারকে অধিগ্রহণের জন্য জমি নিতে দেবেন না।
৫০৮ কিমি মুম্বই-আমদাবাদ বুলেট ট্রেন প্রকল্পটির অর্থমূল্য ধরা হয়েছে ১ লক্ষ ৮ হাজার কোটি। জাপান সরকারের সহযোগিতায় হচ্ছে প্রকল্পটি। প্রকল্পের মোট খরচের ৮১ শতাংশ লোন হিসাবে দেবে তারা। ২০২২-২৩ নাগাদ প্রকল্পটি কমিশনিংয়ের লক্ষ্য হাতে নেওয়া হয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -