নয়াদিল্লি: বুলেট ট্রেনে দিল্লি ও কলকাতার মধ্যে যাতায়াত করা যাবে ৫ ঘন্টারও কম সময়ে। রেলওয়ে কর্তৃক দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা এমনই প্রস্তাব দিয়েছে। দিল্লি ও কলকাতার মধ্যে দূরত্ব ১৫১৩ কিমি। ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল প্রকল্পে অন্য দুটি রুটের সঙ্গে দিল্লি ও কলকাতার মধ্যে হাইস্পিড করিডোরের বিষয়টির সম্ভাবনা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলে রেল মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন। এই করিডোর গড়তে খরচ হবে আনুমানিক ৮৪ হাজার কোটি টাকা।
দেশের চার মেট্রো শহরকে সংযুক্ত করার জন্য এনডিএ সরকার ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল প্রকল্প হাতে নিয়েছে। একটি স্প্যানিশ সংস্থার সম্ভাবনা সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, প্রস্তাবিত বুলেট ট্রেনে কলকাতা থেকে দিল্লির মধ্যে যাতায়াতে সময় কমে হবে মাত্র ৪ ঘন্টা ৫৬ মিনিট। যেখানে রাজধানী এক্সপ্রেসে সময় লাগে ১৭ ঘন্টা।
ডেডিকেটেড ট্র্যাকে বুলেট ট্রেনের গতি হবে ঘন্টায় ৩০০ কিমি। প্রস্তাবিত দিল্লি-কলকাতা হাইস্পিড রুটে রয়েছে আগ্রা, লখনউ, বারাণসী, পটনা সহ ১২ টি শহর। হাইস্পিড রুট চালু হলে লখনউ, বারাণসী ও পটনা যাওয়ারও সময় অনেকটাই কমে যাবে। দিল্লি থেকে লখনউ-এ আসার সময় কমে হবে ১.৪৫ ঘন্টা। বারাণসী আসতে সময় লাগবে ২.৪৫ ঘন্টা।
রেল মন্ত্রকের আধিকারিক জানিয়েছেন, দিল্লি-বারাণসী বা দিল্লি-লখনউ রুট নিয়ে পৃথক কোনও সমীক্ষা করা হচ্ছে না। সামগ্রিকভাবে দিল্লি-কলকাতা রুট নিয়েই সমীক্ষা হচ্ছে। চুড়ান্ত রিপোর্ট চলতি বছরের শেষ নাগাদ জমা পড়বে। দিল্লি-মুম্বই এবং মুম্বই-চেন্নাই রুট নিয়েও সম্ভাবনা সংক্রান্ত সমীক্ষা করা হচ্ছে। যদিও কলকাতা-চেন্নাই রুট নিয়ে সমীক্ষা হচ্ছে না।
বুলেট ট্রেনে কলকাতা-দিল্লি মাত্র ৪ ঘণ্টা ৫৬ মিনিটে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2016 05:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -