নয়াদিল্লি: কেন্দ্রের সাধের বুলেট ট্রেন প্রকল্পের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেতা পি চিদম্বরম। তাঁর দাবি, নোট বাতিলের মতো এই প্রকল্পও ‘সবকিছু শেষ করে দেবে’। তাঁর মতে, এই টাকা রেল নিরাপত্তা উন্নতির লক্ষ্যে ব্যবহার করা উচিত।
গতকালই মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশনের ফুটব্রিজে পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদিন, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অভিযোগ করেন, মুম্বই ও আমদাবাদ সংযোগকারী বুলেট ট্রেন প্রকল্প সাধারণ মানুষের জন্য নয়। এটা ‘উচ্চ ও ক্ষমতাশালীদের অহং সফর’।
চিদম্বরমের পরামর্শ, বুলেট ট্রেন প্রকল্পের জন্য বরাদ্দ এক লক্ষ কোটি টাকা আগে দেশের রেলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবহার করা উচিত। তিনি বলেন, বুলেট ট্রেন নোট বাতিলের মতোই হবে। নিরাপত্তা সহ সবকিছুকে শেষ করে দেবে। রেলমন্ত্রীর উচিত এক লক্ষ কোটি টাকা রেল নিরাপত্তা, সিগন্যালিং ও ট্র্যাক উন্নীতকরণের জন্য ব্যবহার করা।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১.১০ লক্ষ কোটি টাকা প্রকল্পের কাজ আনুমানিক ২০২২ সালে শেষ হবে। মুম্বই ও আমদাবাদের মধ্যে ৫০০ কিলোমিটার পথ তিন-ঘ্ণ্টায় অতিক্রম করবে বুলেট ট্রেন।