অমেঠি: নিজের নির্বাচনী কেন্দ্র অমেঠিতে দু’দিনের সফরে গিয়ে বুলেট ট্রেন নিয়ে ফের মোদী সরকারকে আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছেন, ‘এটিকে বুলেট ট্রেন বলা উচিত নয়। বরং ম্যাজিক ট্রেন বলা উচিত। এই প্রকল্প কোনওদিন বাস্তবায়িত হবে না। যদি কোনওদিন বুলেট ট্রেন চলে, তাহলে সেটি হবে কংগ্রেসের আমলে।’

বিদেশনীতি এবং নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে রাহুল বলেছেন, ‘ডোকলাম সীমান্তে লড়াই ও সংবেদনশীল পরিবেশ সত্ত্বেও চিনা প্রেসিডেন্ট যখন ভারত সফরে এসেছিলেন, তখন তাঁর সঙ্গে বৈঠক করেন মোদী। ১৫ জন বড় ব্যবসায়ীর দু’লক্ষ কোটি টাকা ঋণ মকুব করে দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী প্রথমে যে কাজট করেন সেটি হল, তিনি ছোট ও মাঝারি ব্যবসায়ীদের শিরদাঁড়া ভেঙে দেন। তিনি জিএসটি ও নোট বাতিলের মাধ্যমে সাধারণ মানুষের পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে বিজয় মাল্য ও নীরব মোদীকে দিয়েছেন। এই সরকারের আমলে কর্মসংস্থানও ব্যাপক ধাক্কা খেয়েছে।’