নয়াদিল্লি: উরি হামলায় নিহত জঙ্গিদের মৃতদেহ প্রকাশ্যে আবর্জনার স্তুপে পোড়ানোর দাবি তুললেন বিশ্ব হিন্দু পরিষদের প্রধান প্রবীণ তোগাড়িয়া। তিনি পাকিস্তানের সঙ্গে জল সংক্রান্ত চুক্তি সহ সবরকম আলোচনা বাতিল করার দাবিও জানিয়েছেন।
এই জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কঠোর এবং চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তোগাড়িয়া। তিনি বলেছেন, ‘মৃত্যুর পর জিহাদিদের দেহ কবর না দিয়ে উপযুক্ত নিরাপত্তায় সকলের সামনে আবর্জনার স্তুপে পোড়ানো উচিত। যাতে তাদের যে স্বর্গে পৌঁছনোর কথা প্রচার করা হচ্ছে তার কোনও আশা না থাকে।’
দেশের জন্য আত্মবলিদান দেওয়া সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তোগাড়িয়া বলেছেন, ভারতে সব জিহাদি আক্রমণের পিছনেই আছে পাকিস্তান। তাই সরকারের উচিত পাকিস্তানের সঙ্গে সব স্তরে আলোচনা বন্ধ করে দেওয়া। সব বাণিজ্য চুক্তি বাতিল করে পাকিস্তানকে জল দেওয়াও বন্ধ করে দেওয়া উচিত।
তোগাড়িয়া আরও বলেছেন, বিশ্ব হিন্দু পরিষদের আশা, জঙ্গি হামলার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেবে কেন্দ্রীয় সরকার।
সন্ত্রাসবাদীদের মৃতদেহ আবর্জনার স্তুপে পোড়ানো হোক, দাবি তোগাড়িয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
19 Sep 2016 10:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -