চেন্নাই: আকছার বেপরোয়া বাসচালকদের বিভিন্ন কীর্তিকলাপ সংবাদের শিরোনামে চলে আসে। আর এই সব কারণের জন্য বহুক্ষেত্রে তাঁরা জনসাধারণের চোখে ভিলেন হয়ে যান। কিন্তু, চেন্নাইয়ের এই বাসচালক ব্যতিক্রম। এক বিরল নিদর্শন রেখে গেলেন বছর পঞ্চান্নর এল রমেশ। মৃত্যুর আগে বাঁচিয়ে গেলেন ৩০ জন যাত্রীর বহুমূল্য প্রাণ।
খবরে প্রকাশ, তামিলনাড়ুর সরকারি পরিবহণ সংস্থার বাসচালক রমেশ ৩০ জন যাত্রীকে নিয়ে সোমবার ভেলোর থেকে চেন্নাই যাচ্ছিলেন। পথে নেরকুন্দ্রামের কাছে আচমকা চলতে চলতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। অসহ্য যন্ত্রণা সত্বেও সেই অবস্থাতেই কোনওমতে বাসটিকে রাস্তার ধারে নিয়ে গিয়ে নিরাপদে দাঁড় করান তিনি। এরপর, স্টিয়ারিংয়ে বসেই মারা যান।
তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। বাসের সহযাত্রীরা জানান, ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়া সত্ত্বেও ওই বাসচালক যে বিচক্ষণতা সাহসিকতার পরিচয় দিয়ে সকলের প্রাণ বাঁচিয়েছেন, তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়।
হৃদরোগে আক্রান্ত হয়েও ৩০ যাত্রীর প্রাণ বাঁচিয়ে স্টিয়ারিংয়ে হাত রেখেই মারা গেলেন বাসচালক
Web Desk, ABP Ananda
Updated at:
12 Feb 2019 07:25 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -