দুপুর তিনটেয় লখনউ থেকে ছেড়ে বাসটি দিল্লির দিকে রওনা দিয়েছিল। ওই বাসের সওয়ার করতার সিংহ ওই দিনই ট্যুইট করেছিলেন। তিনি বাস চালাতে চালাতেই চালককে হোয়াটসঅ্যাপের মেসেজ পড়তে দেখার ছবিও পোস্ট করেছিলেন। বাসের ওই চালকের নাম সতেন্দ্র সিংহ।
বাস চালাতে চালাতে ওই চালকের মোবাইলে লুডো খেলার ভিডিও-ও রয়েছে। এই ভিডিও দেখার পর তাঁকে বাস চালকের দায়িত্ব থেকে সরানো হয়েছে। বাসের কন্ডাকটর বিজয় কুমারকেও সরিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্য পরিবহণ নিগম এই সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, যাত্রীদের আপত্তিতে কান না দিয়েই মোবাইল হাতে নিয়েই বাস চালান সত্যেন্দ্র সিংহ। লখনউ থেকে দিল্লি আসার পথে কোনও যাত্রীরই কথায় কর্ণপাত করার প্রয়োজন মনে করেননি তিনি। কন্ডাক্টরকে অভিযোগ জানালে শুনতে হয়, সত্যেন্দ্র খুবই দক্ষ চালক। কোনও কিছু ভাবার প্রয়োজন নেই।
অন্যদিকে, প্রচণ্ড উদ্বেগ-আশঙ্কা নিয়ে যাত্রা শেষ করেন যাত্রীরা।