মুম্বই: ফোনে কথা বলতে মগ্ন, অসতর্কতায় সাততলা বাড়ির ছাদের ওপর থেকে পড়ে মৃত্যু তরুণের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সান্তাক্রুজের শহরতলি এলাকায়। পুলিশ জানিয়েছে, মোবাইলে কথা বলতে ব্যস্ত থাকায় ওই তরুণ বুঝতেই পারেননি, তিনি কখন ছাদের ধারে চলে এসেছিলেন।
রবিবার রাতে এই ঘটনাটি ঘটে। পরে আহতকে হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ সূত্রে দাবি, ওই বাড়ির ছাদের রেলিং দৈর্ঘ্যে ছোট ছিল। আর তাই হয়তো ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান তরুণ। তবে এই দুর্ঘটনার সময় ওই তরুণ নেশাগ্রস্থও ছিলেন না বা সেলফিও তুলছিলেন না, দাবি পুলিশের। আত্মহত্যার সম্ভাবনাও নেই বলে দাবি করেছে পুলিশ।
কানে ফোন, সাততলা বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু তরুণের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Mar 2017 04:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -