মুজফফরনগর: লাইসেন্স নেই, তা সত্ত্বেও নিজের বাড়িতে মহিষ হত্যার চেষ্টা করেছিলেন আসিফ কুরেশি নামে এক ব্যক্তি। খবর পেয়ে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তরপ্রদেশের শামলি জেলার। ধৃত ব্যক্তির দাবি, তিনি একটি বিয়েবাড়িতে মাংস সরবরাহ করার জন্য মহিষটিকে হত্যা করার চেষ্টা করছিলেন। তবে পুলিশ এই দাবি মানতে নারাজ। আসিফকে গ্রেফতার করার পাশাপাশি মহিষটিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
শামলি জেলারই কৈরানা শহরে লাইসেন্স ছাড়া মহিষ হত্যার দায়ে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এসএইচও রাজকুমার শর্মা রাজকুমার শর্মা বলেছেন, বেআইনিভাবে মহিষ হত্যার খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁরা মাংস এবং সাতটি মহিষকে উদ্ধার করেছেন। বাড়ির মালিক খুরশিদ সহ ৬ জন পলাতক।
মহিষ হত্যার চেষ্টা, গ্রেফতার
Web Desk, ABP Ananda
Updated at:
03 Apr 2017 04:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -