বক্সার: বিহারের বক্সার সেন্ট্রাল জেল থেকে পালাল পাঁচ বন্দি। তাদের মধ্যে চার জন যাবজ্জীবন কারাদণ্ডের আসামী। গতকাল রাতে জেলের প্রাচীর টপকে তারা পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বক্সারের জেলাশাসক রমন কুমার জানিয়েছেন, গতকাল রাত বারোটা থেকে আজ ভোর তিনটের মধ্যে পালিয়েছে ওই পাঁচ বন্দি। তারা যেদিক দিয়ে পালিয়েছে, সেখান থেকে লোহার রড, পাইপ ও ধুতি পাওয়া গিয়েছে। জেলের যে আধিকারিকদের ভুলে এই পাঁচ বন্দি পালাতে পেরেছে, তদন্তের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বক্সারের পুলিশ সুপার উপেন্দ্র শর্মা বলেছেন, মোতিহারীর প্রজিৎ সিংহ, ছাপরার গিরিধারী রাই, আরার সোনু পাণ্ডে ও উপেন্দ্র সা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। বক্সারের সোনু সিংহ ১০ বছরের কারাদণ্ডের সাজা পেয়েছে। জেলে নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি ছিল। তার সঙ্গে ঘন কুয়াশার সুযোগ নিয়েই তারা পালিয়েছে।