অনলাইনে ফ্রি-তে কেনা যাচ্ছে জিও সিম!
Web Desk, ABP Ananda | 15 Oct 2016 12:18 PM (IST)
নয়াদিল্লি: অনলাইনে ফ্রি-তে কেনা যাচ্ছে জিও সিম। http://aonebiz.in/ -এই ওয়েবসাইটটি বিনামূল্যে বিক্রি করছে রিল্যায়েন্স জিও সিম। এর জন্য অনলাইনেই ফিল আপ করতে হবে ফর্ম। নাম, ফোন নম্বর, ডেলিভারির ঠিকানা, ইমেল আইডি প্রভৃতি বিস্তারিতভাবে ফর্মে লিখলেই বাড়ির দরজায় পৌঁছে যাবে সিম। তবে ডেলিভারি চার্জ বাবদ দিতে হবে ১৯৯ টাকা। ৭-১০ দিনের মধ্যেই বাড়ি চলে যাবে সিম। সিম হাতে পাওয়ার সময় দিতে হবে ঠিকানার প্রমাণ এবং পাসপোর্ট সাইজের ছবি। পাশাপাশি, জিও সিম এবং রিল্যায়েন্স জিও ডঙ্গল একসঙ্গে ১৯৯৯ টাকায় ডেলিভারি দেবে ওই সংস্থা। ২১৯৯ টাকায় পাওয়া যাবে রিল্যায়েন্স জিও ওয়াইফাই ডঙ্গল এবং জিও সিম। এক্ষেত্রে আগেই অনলাইনে টাকা দিয়ে দিতে হবে।