শ্রীনগর: শ্রীনগর লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে অশান্ত কাশ্মীর। একদল বিক্ষোভকারী পাথর ছুঁড়ে ভোট বানচালের চেষ্টা করায় শুরু হয় অশান্তি। গুলিতে ৪ জনের মৃত্যু হয়।
পিডিপির প্রাক্তন নেতা তারিক হামিদ কার পদত্যাগ করায় খালি হয়েছে এই শ্রীনগর কেন্দ্র। কাশ্মীরী বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতি দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ওই আসন থেকে লড়ছেন ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা। কিন্তু সকাল থেকেই এলাকায় অশান্তি চলছে। অশান্তির জেরে বেলা এগারোটা পর্যন্ত ভোটদানের হার উল্লেখযোগ্যভাবে কম, মাত্র ৩.৩ শতাংশ।
ভোট ঠেকাতে বুদগাম জেলায় একটি ভোটদান কেন্দ্রের ওপর পাথর ছুঁড়তে শুরু করে কয়েকশো বিক্ষোভকারী। বাড়ি ভাঙচুর করে পেট্রোল বোমা ছোঁড়ে তারা। পরিস্থিতি সামাল দিতে গুলি চালাতে বাধ্য হয় নিরাপত্তারক্ষী বাহিনী। এতে ৪ যুবকের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন।
একইভাবে উত্তপ্ত শ্রীনগরের তিনটি জেলা। ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত শ্রীনগর, বুদগাম ও গান্ডেরবাল জেলার ২৪টিরও বেশি এলাকায় পাথর ছোঁড়া চলছে। চারুরা এলাকায় বিক্ষোভকারীরা প্রচণ্ডভাবে পাথর ছুঁড়তে থাকায় দুটি ভোটদান কেন্দ্র পরিত্যাগ করে সরে যেতে বাধ্য হন নির্বাচন কর্মীরা, সরে যায় নিরাপত্তা বাহিনীও। ওই এলাকায় বিক্ষুব্ধরা একটি বাসও জ্বালিয়ে দিয়েছে।
বুদগাম, ইচগাম ও মালুরা এলাকায় নিয়মিত বড়সংখ্যক ভোট পড়ে। কিন্তু অশান্তির ভয়ে ভোটাররা এবার আর বাড়ি থেকে বার হচ্ছেন না।
পাশাপাশি ভোট চলছে মধ্যপ্রদেশ, দিল্লি, হিমাচলপ্রদেশ, অসম, রাজস্থান, কর্নাটক ও ঝাড়খণ্ডের ৯টি বিধানসভা কেন্দ্রে। ভোট হচ্ছে এ রাজ্যের দক্ষিণ কাঁথি আসনেও। মধ্যপ্রদেশের ভিন্ডের অটের ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রের সাংকরি গ্রামে কংগ্রেস প্রার্থীর গাড়িতে হামলা চলেছে বলে অভিযোগ। হামলা এড়াতে পারেনি সংবাদমাধ্যমের গাড়িও।
১৩ তারিখ বার হবে ভোটের ফল।
শ্রীনগর লোকসভা কেন্দ্র ও দেশের ১০টি বিধানসভা কেন্দ্রে চলছে উপনির্বাচন, কাশ্মীরে বিক্ষোভকারীদের থামাতে চলল গুলি, মৃত ৪
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2017 12:55 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -