রাজ্য বিজেপিকে অভিনন্দন প্রধানমন্ত্রীর
ABP Ananda, web desk | 22 Nov 2016 09:37 PM (IST)
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় উপনির্বাচনে বিজেপির ভোটের হার বেড়েছে।এজন্য ফলপ্রকাশের পর ট্যুইট করে বাংলা ও ত্রিপুরার দলীয় নেতৃত্বকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদী বললেন, উজ্জীবিত করার মতো পারফরম্যান্স করায় পশ্চিমবঙ্গ বিজেপিকে আমি সাধুবাদ জানাই। পশ্চিমবঙ্গবাসীর সেবা করার জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। তিনটির মধ্যে দু’টি আসনে, জামানত বাজেয়াপ্ত হলেও, কোচবিহার এবং তমলুকে উল্লেখযোগ্যভাবে ভোট বাড়ায়, এভাবেই ট্যুইট করে পশ্চিমবঙ্গের দলীয় নেতৃত্বের পিঠ চাপড়ালেন নরেন্দ্র মোদী! ত্রিপুরার দুটি আসনের নির্বাচনে সিপিএম জয়ী হলেও একটি আসনে বিজেপি দ্বিতীয় স্থানে রয়েছে। এ জন্য ‘সন্তোষজনক পারফরম্যান্স’, ট্যুইট করে এভাবেই ত্রিপুরা বিজেপি নেতৃত্বকেও অভিনন্দন জানিয়েছেন মোদী।