ভোপাল: মধ্যপ্রদেশ ও ত্রিপুরায় উপনির্বাচনে উভয় রাজ্যের শাসকদলই জয়ের মুখ দেখেছে।মধ্যপ্রদেশে বিধানসভা ও লোকসভার একটি করে আসনের উপনির্বাচনে জয়ী হল বিজেপি। ত্রিপুরায় দুটি বিধানসভা আসনের উপনির্বাচনে জিতেছে সিপিএম।
মধ্যপ্রদেশের শাহদোল লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী জ্ঞান সিংহ ৬০৩৮৩ ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দলবীর সিংহের মেয়ে হিমাদ্রি সিংহকে হারিয়ে বিজয়ী হয়েছেন। বিজেপি সাংসদ দলপত সিংহের মৃত্যুর কারণে এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিজেপি প্রার্থী পেয়েছেন ৪,৮১,৩৯৮ ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪,২১,০১৫ ভোট।
অন্যদিকে মধ্যপ্রদেশের নেপানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও জয়ী হল রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। বিজেপি প্রার্থী মঞ্জু দাদু তাঁর নিকটতম কংগ্রেস প্রার্থী অন্তর সিংহকে হারিয়েছেন ৪০,৬০০ ভোটে।
মঞ্জু ৯৯,৬২৬ ভোট পেয়েছেন। কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৫৭,৪২৮ ভোট। উল্লেখ্য, এই কেন্দ্রের বিজেপি বিধায়ক রাজেন্দ্র শ্যামল দাদুর মৃত্যুর ফলে উপনির্বাচন হয়। বিজেপি প্রয়াত বিধায়কের মেয়েকে প্রার্থী করেছিল।
ত্রিপুরায় বরজালা (তপশিলী) ও খোয়াই- বিধানসভা আসনের উপনির্বাচনে জিতল রাজ্যের ক্ষমতাসীন দল সিপিএম। বরজালাতে সিপিএম প্রার্থী ঝুমু সরকার তাঁর নিকটতম বিজেপি প্রার্থী শিষ্টমোহন দাসকে ৩,৩৭৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন। সিপিএম প্রার্থী পেয়েছেন ১৫,৭৬৯ ভোট। বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১২,৩৯৫।
গত জুনে কংগ্রেস বিধায়ক জীতেন্দ্র সরকার ইস্তফা দেওয়ায় বরজালায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এবার কংগ্রেস প্রার্থী পেয়েছেন মাত্র ৮০৪ ভোট। তৃণমূল প্রার্থী পেয়েছেন ৫,৬২৯ ভোট।
খোয়াই বিধানসভা আসনে সিপিএম প্রার্থী বিশ্বজিত্ দত্ত ১৬,০৪৭ ভোটের ব্যবধানে হারিয়েছেন নিকটতম তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোজ দাসকে। সিপিএম পেয়েছে ২৪৮১০ ভোট। তৃণমূল পেয়েছে ৮৭৬৩ ভোট।
সিপিএম বিধায়ক সমীর দেব সরকারের মৃত্যুর কারণে এই কেন্দ্রে ভোট নেওয়া হয়। ২০১৩-র বিধানসভা ভোটে এই কেন্দ্রে কংগ্রেস পেয়েছিল ১৩৮৫৯ ভোট। এবার তারা পেয়েছে মাত্র ৬৯৬ ভোট।
উত্তর পূর্বের আরেক রাজ্য অরুণাচলপ্রদেশে একটি বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল।
সেখানকার হায়ালুয়াং আসনে জয়ী হয়েছেন বিজেপি।
তামিলনাড়ুর থাঞ্জাভুর, আরাভাক্কুরিচি ও থিরুপ্পারনকুন্দ্ররম বিধানসভা আসন ধরে রেখেছে ক্ষমতাসীন জয়ললিতার এআইএডিএমকে।
অন্যদিকে, পুদুচেরির নেল্লিথোপে আসনের উপনির্বাচনে এআইএডিএমকে প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী।
মধ্যপ্রদেশের উপনির্বাচনে জয়ী বিজেপি, ত্রিপুরায় সিপিএম
ABP Ananda, web desk
Updated at:
22 Nov 2016 05:08 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -