যোগী বলেছেন, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টির জোট বিজেপির নিজস্ব ভোটব্যাঙ্কে কোনও প্রভাব ফেলতে পারেনি। এটা কোনও জোট নয়, স্রেফ রাজনৈতিক বোঝাপড়া। এই দুই দল কীভাবে রাজ্যকে ধ্বংস করেছে তা সকলে জানেন বলে মন্তব্য করেছেন তিনি।
উপনির্বাচনের প্রচারে বেরিয়ে যোগী আদিত্যনাথ এই দুই দলকে সাপ-বেজির জোট বলে আক্রমণ করেন। একজন সন্ন্যাসীর পক্ষে এ ধরনের মন্তব্য অশোভন বলে তাঁর কাছে অভিযোগ করা হলে আদিত্যনাথ বলেন, তিনি যা বলেছেন ঠিক বলেছেন। সেখান থেকে সরার প্রশ্ন নেই। তাঁর কথায়, এই দুটি দলই প্রাইভেট লিমিটেড কোম্পানি, ওয়ান ম্যান শো ও অগণতান্ত্রিক, কারণ এরা পরিবার ভিত্তিক সংগঠন।
আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসপির সাইকেল ছেড়ে রাহুল এবার সম্ভবত বিএসপির হাতির পিঠে চড়ে বসবেন।
এর আগে বিজেপি সভাপতি অমিত শাহও দাবি করেন, উপনির্বাচনের ফল দলের কাজের ওপর কোনও গণভোট নয়। দল ভোটের ফলকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে, ফলাফল পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করবে তারা।