লখনউ: সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দেশব্যাপী প্রবল আলোড়ন, বিতর্কের মধ্যেই নতুন উদ্যোগ লখনউ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। সিএএ-কে পাঠ্যবিষয়ের অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলেন বিভাগীয় প্রধান শশী শুক্লা। তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমাদের বিভাগে ছাত্রছাত্রীদের সংবিধান ও নাগরিকত্ব পড়ানো হয়। সংশোধিত নাগরিকত্ব আইন একটি সমসাময়িক বিষয় যা ছাপ ফেলেছে দেশের বর্তমান রাজনীতিতে। আমরা তাই সিলেবাসে বিষয়টি আনতে চাইছি। তবে এখন এটা একেবারেই একটা প্রস্তাব। বিষয়টিকে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত করতে গেলে সমস্ত একাডেমিক প্রক্রিয়ার সম্মতি চাই। এ নিয়ে মতবিরোধ, বিতর্কের অবকাশও রয়েছে।


শশী আরও বলেন, বিশেষত ছাত্রছাত্রীরা যখন বলে, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। অনেকের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না তারা। এরপরই আমাদের মাথায় আসে বিষয়টি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা যায় কিনা। তবে সমস্ত প্রক্রিয়া শেষ করে সম্মতি পেয়ে সংশোধিত নাগরিকত্ব আইনকে সিলেবাসে ঢোকাতে অন্তত আগামী বছর লেগে যাবে।