চেন্নাই:  উত্তপ্ত বচসার পর গাড়িতেই গায়ে আগুন দিয়ে স্ত্রীকে খুন করল এক ট্যাক্সি চালক। গতকাল গাড়িতে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে যাচ্ছিলেন নাগরাজ নামের ওই চালক। স্ত্রী প্রেমার সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে গাড়ি থেকে নেমে পালিয়ে যায় সে।

প্রেমার গায়ে তখনও আগুন জ্বলছে। ওই অবস্থাতেও গাড়ির জানালা ভেঙে দুই সন্তানকে বাইরে ছুঁড়ে দেন তিনি। ফলে কোনওরকমে দুই শিশু প্রাণে বেঁচে যায়।

পরে নাগরাজই অ্যাম্বুলেন্সে করে স্ত্রী ও দুই সন্তানকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে এলে প্রেমাকে মৃত ঘোষণা করা হয়। দুই শিশু সুস্থই রয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত্যুকালীন জবানবন্দীকে প্রেমা ঘটনার জন্য তাঁর স্বামীকেই দায়ী করেছেন।

এরই ভিত্তিতে পুলিশ নাগরাজকে আজ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, সংসার চালানোর জন্য টাকা দিত না নাগরাজ। এই নিয়ে দম্পতির মধ্যে কলহ বেধেই থাকত।