নয়াদিল্লি: আচমকা আগুন লেগে যাওয়ায় ক্যাবের মধ্যেই জীবন্ত দগ্ধ হলেন এক চালক। ঘটনাটি ঘটেছে দিল্লিতে।


পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ পূর্ব দিল্লির হর্ষ বিহারের মান্ডোলি বাজারের কাছে আচমকা একটি ডিজেল-চালিত ক্যাবে আগুন লেগে যায়। সেই সময় গাড়ির মধ্যেই ছিলেন ২৮ বছরের চালক সচিন ত্যাগী।


গাড়ির সেন্ট্রাল লকিং সিস্টেম ‘লকড’ অবস্থায় বিকল হয়ে পড়ায় চেষ্টা করেও দরজা খুলে তিনি বেরোতে পারেননি। এমনকী, গাড়ির মধ্যে ফায়ার এক্সটিংগুইশার থাকলেও তা কাজ করেনি বলে জানা গিয়েছে। আগুনের গ্রাসে কয়েক মুহূর্তের মধ্যেই গাড়িটি ভস্মীভূত হয়ে যায়। সকলের চোখের সামনেই জীবন্ধ দগ্ধ হয়ে মারা যান চালক।


দমকল আসতে দেরি করায়, প্রত্যক্ষদর্শীরাই প্রথমে জল ঢেলে আগুন লেভান। কিন্তু, ততক্ষণে সব শেষ। দরজা খুলে তাঁরা চালককে মৃত অবস্থায় উদ্ধার করেন। জানা গিয়েছে, ওই চালকের বাড়ি মান্ডোলিতে। নয়ডার একটি ক্যাব সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। গতকাল রাতে নয়ডা থেকে ভজনপুরায় যাত্রী নামিয়ে তিনি মান্ডোলিতে বাড়ি ফিরছিলেন।


নিহতের স্ত্রী জানান, তিনি যখন সচিনকে ফোন করেন, তিনি জানান, গাড়ি পার্ক করছেন। পুলিশ জানিয়েছে, ওয়াজিরাবাদ সার্ভিস লেনের কাছে সচিন যখন গাড়ি পার্ক করছিলেন, তখনই আচমকা ড্যাশবোর্ডে আগুন লেগে যায়। পরিবারের অভিযোগ, ত্যাগী বাঁচানোর জন্য চেঁচালেও, কেউ এগিয়ে আসেনি।


চালকের দেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বাড়িতে স্ত্রী, দুই সন্তান ও এক ছোট ভাই রয়েছে ত্যাগীর। এই ঘটনায় পুলিশ হত্যার সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিচ্ছে না। ফরেন্সিক বিশেষজ্ঞের দল দগ্ধ গাড়িটি পরীক্ষা করেছে।