নয়াদিল্লি: এবার থেকে দোকান বা শপিং মলের বন্ধ-খোলার সময় মনে রাখার দিন শেষ। সিনেমা হলে গিয়ে শোয়ের টাইমিং নিয়ে চিন্তার করারও কোনও প্রয়োজন নেই। কারণ, এবার থেকে দোকান হোক বা শপিং মল, কিংবা সিনেমা হল— সবকিছু খোলা থাকতে পারবে ২৪ ঘণ্টাই, বছরের ৩৬৫ দিন!

বুধবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানান, এদিন সকালেই ‘দ্য মডেল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট বিল ২০১৬’-এ অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। সরকারি সূত্রকে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের। এর ফলে এবার থেকে চাইলে সমস্ত দোকান, শপিং মল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি বছরে ৩৬৫ দিনই ২৪-ঘণ্টা খোলা রাখতে পারবে।

কেন্দ্রের মতে, এর ফলে, দেশে বিপুল কর্মসংস্থান হবে। কারণ, গ্রাহক আসলেই ব্যবসা হবে। আর ব্যবসা হলে আয় হবে। আর গ্রাহকের স্বার্থে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। জেটলি বলেন, এই বিলের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থানকে বাড়ানো।

যেমন, শপিং মলগুলি সপ্তাহের সাতদিনই খোলা থাকে। সেখানে কোনও ফিক্সড কাজের সময়সীমা নেই। ফলে, এবার যে সব প্রতিষ্ঠানে দশজনের বেশি কর্মী রয়েছেন, সেখানে কাজের সময় বাছার সুযোগ মিলবে। উৎপাদন শিল্প ছাড়া এই নিয়ম কার্যকর করতে সংসদের অনুমোদনের প্রয়োজন নেই।

জেটলি মনে করিয়ে দেন, যেহেতু মডেল বিলটি রাজ্যের বিষয়, তাই এই সেটি রাজ্যগুলির কাছে পাঠিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আরও জানিয়েছেন, মহিলারাও যাতে এবার থেকে পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে নাইট শিফটে কাজ করতে পারেন, সে দিকেও বিশেষ নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।