নয়াদিল্লি: দেশে পরমাণু বিদ্যুত্ উত্পাদনে জোর কেন্দ্রের এনডিএ সরকারের। দেশীয় প্রযুক্তিতে দশটি প্রেসারাউজড হেভি ওয়াটার চুল্লি তৈরির প্রস্তাবে আজ সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রতিটি চুল্লির ৭০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদনের ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় বিদ্যুত মন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, মোট ৭ হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুত্ তৈরির ক্ষমতা অর্জিত হবে। স্বচ্ছ শক্তি উত্পাদনে সাহায্য করবে এই পদক্ষেপ। বিদ্যুত্ ও কয়লা মন্ত্রকের ভারপ্রাপ্ত গয়াল ২০২১-২২ নাগাদ নতুন চুল্লিগুলির নির্মাণ সম্পূর্ণ হবে বলে জানান। বর্তমানে দেশে পরমাণু বিদ্যুত্ উত্পাদনের পরিমাণ ৬৭৮০ মেগাওয়াট। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অসমে ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র ও গুজরাতে ৮ই জাতীয় সড়কের পোরবন্দর-দ্বারকা শাখা চার লেন করার প্রস্তাবও গৃহীত হয়েছে।