তফসিলি জাতি, উপজাতি, দলিত নিগ্রহ রোধ আইনের মূল ধারা ফেরাতে বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Aug 2018 05:45 PM (IST)
নয়াদিল্লি: তফসিলি জাতি ও উপজাতি, দলিত-আদিবাসীদের ওপর অত্যাচার রোধ আইনের মূল ধারাগুলি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট বিলে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। দলিত সংগঠনগুলি এই ইস্যুতে ৯ আগস্ট ভারত বনধের ডাক দিয়েছে। যেসব দাবি সামনে রেখে তারা আন্দোলনে নেমেছে, সেগুলির অন্যতম হল, ওই আইনের মৌলিক ধারাগুলি ফিরিয়ে আনতে হবে। এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভা বিলে সম্মতি দিয়ে সেই দাবি মেনে নিল।
সরকারের একটি শীর্ষ সূত্রে বলা হয়েছে, তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের আদি ধারাগুলি ফেরানোর জন্য ওই বিল এবার সংসদে আনা হবে।
গত মার্চে সুপ্রিম কোর্ট এক রায়ে ওই আইনে অভিযুক্তদের জন্য বেশ কিছু রক্ষাকবচ প্রবর্তন করে যার ফলে আইনটি নখদন্তহীন ও লঘু হয়ে পড়েছে বলে অভিযোগ করে দলিত সংগঠনগুলি।
কেন্দ্রের শাসক দল বিজেপির জোটসঙ্গী রামবিলাস পাসোয়ানের দল শীর্ষ আদালতের রায় খারিজ করার জন্য নতুন আইন আনার দাবির হয়ে জোর সওয়াল করে। পাশাপাশি বিজেপির দলিত ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত একাধিক সাংসদও একই সুরে সেই দাবি সমর্থন করেছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -