নয়াদিল্লি: পথ নিরাপত্তা সংক্রান্ত মোটর আইনে সংশোধন আনছে কেন্দ্র। এ জন্য বহুপ্রতীক্ষিত মোটর ভেহিকল (সংশোধনী) বিল, ২০১৬-এর অনুমোদন দিল সরকার। নয়া মোটর বিলে ট্রাফিক নিয়ম ভঙ্গের জন্য কঠোর শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের মতো প্রস্তাব রয়েছে নয়া বিলে। পথ দুর্ঘটনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের প্রস্তাবও রয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিলটি অনুমোদিত হয়েছে। কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি এ কথা জানিয়ে বলেছেন, পথ নিরাপত্তা ও লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন রক্ষার ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ।
সংশোধনী বিলের প্রস্তাবগুলি ১৮ টি রাজ্যের পরিবহণমন্ত্রীদের সুপারিশের ভিত্তিতে তৈরি করা হয়েছে। নির্ধারিত মাত্রার বেশি গতিতে গাড়ি চালালে ১ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছে।
বিল অনুসারে, বিমা ছাড়া গাড়ি চালালে ২ হাজার টাকা জরিমানা বা তিন মাসের জেল হতে পারে। অন্যদিকে, হেলমেট ছাড়া বাইক চালালে ২ হাজার টাকা জরিমানার পাশাপাশি ৩ মাসের জন্য লাইসেন্স সাসপেন্ড করার প্রস্তাবও বিলে রাখা হয়েছে।
বিল অনুসারে, কোনও নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে কোনও দুর্ঘটনা করে তাহলে তার অভিভাবক বা গাড়ির মালিককে দোষী হিসেবে বিবেচনা করা হবে এবং ওই গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল হয়ে যাবে।এর পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানার প্রস্তাবও রয়েছে।
বিল অনুযায়ী, সিট বেল্ট ছাড়া গাড়ি চালালে জরিমানা হবে ১০০০ টাকা।
উল্লেখ্য , বিধিভঙ্গের প্রত্যেক ক্ষেত্রে জরিমানা ও সাজার পরিমাণ অনেকটাই বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সংসদের চলতি অধিবেশনেই এই বিল পেশ করা হবে বলে জানা গিয়েছে।
নয়া মোটর বিলে সায় কেন্দ্রের, বিধি ভেঙে গাড়ি চালালে আরও কঠোর সাজার প্রস্তাব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2016 04:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -