নয়াদিল্লি: এক ধাক্কায় দ্বিগুণ হতে চলেছে করমুক্ত গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা। সূত্রের খবর, পেমেন্ট অব গ্র্যাচুইটি আইনের সংশোধনী খসড়ায় বৃহস্পতিবারই সবুজ সংকেত দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বর্তমান আইন অনুযায়ী, অবসরের পর একজন কর্মী সর্বাধিক ১০ লক্ষ টাকা করমুক্ত গ্র্যাচুইটি পান। ১০ লক্ষের বেশি হলে এতদিন তার ওপর সুদ দিতে হত। কিন্তু নয়া আইনে সেই ১০ লক্ষের সীমা বেড়ে হচ্ছে ২০ লক্ষ। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, গ্র্যাচুইটি আইনের সংশোধনীর খসড়া তৈরি করা হয়। মাসখানেক আগে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রকের কর্তারাও। বৈঠকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হলেও, বেশ কয়েকটি অতিরিক্ত দাবি জানায় শ্রমিক সংগঠনগুলি। এরমধ্যে ছিল, ২০১৬-র পয়লা জানুয়ারি থেকে নতুন করমুক্ত গ্র্যাচুইটি লাগু করা। গ্র্যাচুইটি পেতে ন্যূনতম ৫ বছর কাজ করার শর্ত তুলে নেওয়া। বছরে ১৫ দিনের মজুরি টাকা থেকে গ্র্যাচুইটি বাড়িয়ে ৩০ দিনের মজুরি টাকা করা। যদিও, গ্র্যাচুইটি আইনের সংশোধনীর খসড়ায় শ্রমিক সংগঠনের এই দাবিগুলি ঠাঁই পায়নি। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর।
করমুক্ত গ্র্যাচুইটির ঊর্ধ্বসীমা ১০ থেকে বেড়ে ২০ লক্ষ করতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা
Web Desk, ABP Ananda | 15 Mar 2017 11:09 PM (IST)