নয়াদিল্লি: আগামী লোকসভা অধিবেশনের আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হতে পারে। তার আগে ৩০ তারিখের মধ্যে নিজস্ব মূল্যায়ন বা সেলফ অ্যাপ্রাইজাল জমা দেওয়ার জন্য মন্ত্রীদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর উত্তরপ্রদেশ ও পঞ্জাবে বিধানসভা ভোট, সে কথা মাথায় রেখে মন্ত্রিসভায় এই দুই রাজ্যের মুখ বেশি করে আনা হতে পারে।
প্রধানমন্ত্রী নিজেও নির্দিষ্ট সময় পর পর তাঁর মন্ত্রিসভার সদস্যদের পারফরম্যান্স পর্যালোচনা করেন। দেখেন, সরকারি প্রকল্পগুলিকে গতি দেওয়ার কাজে তাঁরা সফল হচ্ছেন কিনা। সামনে যে সব রাজ্যে ভোট, সেগুলিতে তৃণমূল স্তরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া গেছে কিনা, খতিয়ে দেখেন তাও। ফলে সরকারের মাইজিওভি পোর্টালে সেরা রেটিং পাওয়ার জন্য মন্ত্রকগুলির মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই প্রতিযোগিতা স্বাস্থ্যকরও।