নয়াদিল্লি: রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হচ্ছে। সকাল সাড়ে দশটায় শপথগ্রহণ করতে চলেছেন নতুন মন্ত্রীরা। তার আগে বিশেষ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভায় ৯ নতুন মুখ দেখা যেতে পারে। মন্ত্রী করা হতে পারে রাজস্থানের জোধপুরের সাংসদ গজেন্দ্র সিংহ শেখাওয়াত, উত্তরপ্রদেশের বাগপতের সাংসদ সত্যপাল সিংহ, কেরলের প্রাক্তন আইএএস আধিকারিক অ্যালফন্স কান্ননথানম, বিহারের আরার সাংসদ রাজকুমার সিংহ, প্রাক্তন আইএফএস আধিকারিক হরদীপ সিংহ পুরী, মধ্যপ্রদেশের টিকমগাহর সাংসদ বীরেন্দ্র কুমার, কর্ণাটকের সাংসদ অনন্ত কুমার হেগড়ে, উত্তরপ্রদেশের রাজ্যসভা সাংসদ প্রতাপ শুক্ল ও বিহারের বক্সারের সাংসদ অশ্বিনী কুমার চৌবেকে। এছাড়া অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি কে হরিবাবুও মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হতে পারেন নির্মলা সীতারমন।


২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন। ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের আগে ঘর গুছিয়ে নিতে চাইছেন মোদী। সেই কারণে তিনি নিজেই ৯ জনকে নতুন মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। কয়েকজন মন্ত্রীর দফতর বদলও করা হতে পারে। নতুন মন্ত্রীদের শপথগ্রহণের পরেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনে যাবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় রদবদলের আগেই রাজীব প্রতাপ রুডি, কলরাজ মিশ্র সহ ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। ৭৫ বছর বয়সি কাউকে মন্ত্রিসভায় রাখা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী পদত্যাগ করেছেন কলরাজ। মন্ত্রিসভায় ৯ জন নতুন মুখ এলেও, প্রতিরক্ষামন্ত্রী কে হবেন, সেটা এখনও জানা যায়নি।