নয়াদিল্লি: নোট বাতিলের ফলে সরকারের কর-রাজস্বে কতটা প্রভাব পড়েছে তা খতিয়ে দেখবে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ।


সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাতকারে ক্যাগ অধিকর্তা শশীকান্ত শর্মা জানান, নতুন পণ্য পরিষেবা কর (জিএসটি)-নিয়মে কর থেকে প্রাপ্ত রাজস্বের পরিমাণ খতিয়ে দেখার জন্য কোমর বাঁধছে সংস্থা। এর জন্য নিজেদের ক্ষমতা ও অডিটের পদ্ধতিও ও প্রক্রিয়ায় বদল আনার কাজও জোরকদমে চলছে।


শক্তিকান্ত জানান, বিশেষ অডিটের মধ্যে কৃষি শস্যবিমা যোজনা এবং বন্যা-নিয়স্ত্রণ ও সতর্কবাণী সংক্রান্ত অডিট করেছে ক্যাগ। পাশাপাশি, শিক্ষার অধিকার, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য প্রকল্প, প্রতিরক্ষাকর্মীদের পেনশন ও গঙ্গা পুনরুজ্জীবন ইস্যুতে অডিট করছে ক্যাগ।


শক্তিকান্ত মনে করিয়ে দেন, সরকারি রাজস্ব ও ব্যয়ের সঙ্গে জড়িত যে কোনও সংস্থার ওপর অডিট করতে পারে ক্যাগ। সেই অধিকার রয়েছে তাদের। এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, সংবিধানেই সেই সংস্থান রয়েছে।