কিন্তু আরএসএসের ব্যাখ্যা মানতে পারছেন না, পরিষ্কার বুঝিয়ে দিয়ে প্রিয়ঙ্কা ট্যুইট করেছেন, আরএসএসের সাহস বেড়েছে, ওদের উদ্দেশ্য বিপজ্জনক। বিজেপি সরকার যখন জনমুখী আইনগুলিকে শিকেয় তুলে দিচ্ছে, ঠিক তখন সংরক্ষণ ইস্যুতে বিতর্কের ডাক দিচ্ছে আরএসএস। বিতর্ক আসলে একটা অছিলা, বিজেপি-আরএসএসের আসল টার্গেট সামাজিক ন্যয়। আপনারা কি এটা হতে দেবেন? দেশবাসীর উদ্দেশ্যে প্রশ্ন প্রিয়ঙ্কার। সংরক্ষণ নিয়ে বিতর্কের ডাক অছিলা, আরএসএস-বিজেপির ‘আসল টার্গেট’ সামাজিক ন্যয়, ভাগবতের মন্তব্যে ট্যুইট প্রিয়ঙ্কার
Web Desk, ABP Ananda | 20 Aug 2019 09:06 PM (IST)
গত রবিবার আরএসএস প্রধান ভাগবত বলেন, সংরক্ষণ ইস্যুতে সৌহার্দ্যের পরিবেশে অবশ্যই তার পক্ষের, বিপক্ষের লোকজনের মধ্যে আলোচনা হওয়া উচিত। তাঁর বক্তব্যে আলোড়ন হয়।
নয়াদিল্লি: মোহন ভাগবতের সাম্প্রতিক সংরক্ষণ সংক্রান্ত বক্তব্যের সূত্র ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদিকে নিশানা করলেন প্রিয়ঙ্কা গাঁধী। মোদি সরকার জনমুখী আইনগুলির টুঁটি টিপে ধরছে, আরএসএস-বিজেপির ‘আসল টার্গেট’ সামাজিক ন্যয়, এমনই অভিযোগ কংগ্রেসের পূর্ব উত্তরপ্রদেশের সাধারণ সম্পাদকের। গত রবিবার আরএসএস প্রধান ভাগবত বলেন, সংরক্ষণ ইস্যুতে সৌহার্দ্যের পরিবেশে অবশ্যই তার পক্ষের, বিপক্ষের লোকজনের মধ্যে আলোচনা হওয়া উচিত। তাঁর বক্তব্যে আলোড়ন হয়। মুখে আলোচনার ডাক দিয়ে আসলে সংরক্ষণের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলতে চেয়েছেন ভাগবত, এমনই অভিযোগ ওঠে। শেষ পর্যন্ত সঙ্ঘের তরফে বিতর্ক এড়াতে বিবৃতি দিয়ে জানানো হয়, ভাগবতের বক্তব্য নিয়ে অহেতুক, অপ্রয়োজনীয় জলঘোলা করা হচ্ছে। উনি আলাপ-আলোচনার মাধ্যমে সমাজের যাবতীয় বিরোধ মেটানোর প্রয়োজনীয়তার ওপরই গুরুত্ব আরোপ করতে চেয়েছেন মাত্র, পাশাপাশি সংরক্ষণের মতো সংবেদনশীল ইস্যুতে সবাইকে মতামত বিনিময় করতেও বলেছেন।