নয়াদিল্লি: ফৈয়াজ আহমেদ ফৈয়াজের ‘হাম দেখেঙ্গে’ কবিতা নিয়ে বিতর্কের মধ্যেই জাভেদ আখতারের তীব্র প্রতিক্রিয়া। বলিউডের বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার বলেছেন, ফৈয়াজকে হিন্দু-বিরোধী বলা এতই হাস্যকর ও অবাস্তব যে এ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করাই কঠিন। তিনি জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছেন পাকিস্তানের বাইরে। সেখানে তাঁকে পাকিস্তান-বিরোধী তকমা দেওয়া হয়েছে। জিয়াউল হকের সাম্প্রদায়িক, পশ্চাত্পদ, মৌলবাদী সরকারের বিরুদ্ধেই ‘হাম দেখেঙ্গে’ লিখেছিলেন তিনি।





উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে কানপুর আইআইটি পড়ুয়াদের জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মিছিলে ফৈয়াজের ওই কবিতা আবৃত্তি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আইআইটি-র এক অধ্যাপকের অভিযোগ, প্রতিবাদ প্রদর্শনের সময় পড়ুয়ারা ওই কবিতা আবৃত্তি করেছিলেন। তাঁর দাবি, ওই কবিতা হিন্দু-বিরোধী। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই কবিতা হিন্দু-বিরোধী কিনা, তা খতিয়ে দেখতে একটি প্যানেল গঠন করেছে আইআইটি কানপুর কর্তৃপক্ষ।