নয়াদিল্লি: গোটা দুনিয়াকে স্পষ্ট বার্তা দিয়েছি আমরা। তা হল, শুধু নিজেদের মাটিতেই নয়, আমরা শত্রুদের ওদের মাটিতে পা দিয়েও আঘাত করতে পারি। বললেন রাজনাথ সিংহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রবিবারের এই প্রত্যয়মাখা বক্তব্য থেকে পরিষ্কার, তিনি ভারতীয় বাহিনীর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সাম্প্রতিককালে অভিযান চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়ার কথাই বললেন।
এদিন গুরগাঁওয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের দপ্তরে অষ্টম সর্বভারতীয় পুলিশ কম্যান্ডো কম্পিটিশনের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণে তিনি সাইবার হামলার বিপদ রুখতে এনএসজির মতো বিশেষ কম্যান্ডো বাহিনীর সদস্য সহ নিরাপত্তা এজেন্সিগুলির লোকজনকে প্রশিক্ষণ দেওয়া উচিত বলে অভিমত জানান। বলেন, ওয়েবসাইট হ্যাক করে তথ্য চুরির ফলেও পরোক্ষে জাতীয় নিরাপত্তা বিপন্ন হয়। জাতীয় সুরক্ষার সামনে যেসব বিপদ আছে, সেই তালিকায় একটি চতুর্থ মাত্রা যুক্ত হয়েছে। স্থল, সমুদ্র, আকাশপথে আসা প্রচলিত বিপদের পাশাপাশি সাইবার হামলার বিপদ মোকাবিলার কলাকৌশলও জানা উচিত কম্যান্ডোদের। এনএসজি ও বিভিন্ন বাহিনীর কম্যান্ডোদের বজ্রমুষ্টি আমাদের মাটির ওপর কুদৃষ্টি ফেলা যে কোনও চোখকে উপড়ে ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, একজন কম্যান্ডোর শুধু শারীরিক ক্ষিপ্রতা, অস্ত্র চালানোর দক্ষতাই থাকে না, বিপদের আঁচ করতে পারা, তাকে জয় করতে সম্পদ, ক্ষমতার সফল প্রয়োগ, এটাই একজন জওয়ানকে কম্যান্ডোয় পরিণত করে।
এনএসজির প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ ওদের নিয়ে গর্ব করে, ২০০১-এর সংসদ চত্বর জঙ্গি হামলা, পরের বছর অক্ষরধাম মন্দিরে হামলা, ২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলা, সাম্প্রতিক পঠানকোট জঙ্গি হামলার সময় ওরা নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছে।