নয়াদিল্লি: কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীকে ফের কটাক্ষ করলেন অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, ’৫০ বছর বয়সে কি কেউ হঠাৎ পরিণত হয়ে যায়? এটা জানার জন্য একজন চিকিৎসকের সঙ্গে কথা বলা দরকার।’
অসমের প্রাক্তন কংগ্রেস নেতা হিমন্ত এর আগেও রাহুলকে কটাক্ষ করেন। সম্প্রতি রাহুল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সমালোচকদের ব্যঙ্গ করে বলেন, তাঁর পোষা কুকুর পিডি ট্যুইট করে। এর জবাবে হিমন্ত বলেন, তিনি যখন অসমের সমস্যাগুলি নিয়ে আলোচনা করতে চাইছিলেন, তখন পিডিকে খাওয়াতে ব্যস্ত ছিলেন রাহুল। কংগ্রেস সহ-সভাপতি সিরিয়াস রাজনীতিবিদ নন বলেও দাবি করেন হিমন্ত। তিনি ট্যুইট করে জাতীয় সঙ্গীতের বিষয়ে কংগ্রেস সহ-সভাপতিকে অবস্থান স্পষ্ট করতে বলেন। হিমন্তের কটাক্ষ, কংগ্রেসের লোকজন পিডি-র জন্য দাঁড়াতে পারেন, কিন্তু জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াতে পারেন না।
সম্প্রতি ট্যুইটারে রাহুলের জনপ্রিয়তা বেড়ে গিয়েছে। যদিও বিভিন্ন মহল থেকে অভিযোগ, ট্যুইটারবটের মাধ্যমেই জনপ্রিয়তা বাড়িয়েছেন রাহুল। তবে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সহ বিভিন্ন ইস্যুতে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে চলেছেন রাহুল।
৫০ বছর বয়সে কি কেউ পরিণত হয়? রাহুলকে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার
Web Desk, ABP Ananda
Updated at:
02 Nov 2017 05:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -