নয়াদিল্লি:  তিন তালাক ইস্যুতে গতকালই মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম কন্যাদের দুর্দশা ঘোচাতে মুসলিম সমাজসংস্কারকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। এই মন্তব্যের জন্য এবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টি (সপা) নেতা আজম খান। তিনি বলেছেন, মুসলিম মহিলাদের অন্যান্য সমস্যা নিয়েও কথা বলা উচিত প্রধানমন্ত্রীর। গোরক্ষকদের  মারধরে বহু মুসলিম মহিলা তাঁদের স্বামী ও সন্তানদের হারাচ্ছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী নীরব কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি।


প্রধানমন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলিম মহিলাদের সম্পর্কে ‘হঠাত্ই’ এতটা উদ্বেগ দেখাচ্ছেন কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য বিরোধী দলগুলিও।
গতকাল বাসব জয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী তিন তালাক ইস্যু নিয়ে রাজনীতি না করার আর্জি জানিয়েছিলেন। তিনি বলেন, মুসলিম সম্প্রদায়ের কাছে বিষয়টি নিষ্পত্তির আর্জিও জানান। তিনি আশা প্রকাশ করেন যে, মুসলিম সম্প্রদায়ের সমাজ সংস্কারকরাই তিন তালাক প্রথার কুফল থেকে তাঁদের কন্যাদের রক্ষা করতে এগিয়ে আসবেন।