নয়াদিল্লি: ধূমপান করলে ওজন কমে, বিশ্বাস হল না তো! তবে একদল গবেষক কিন্তু দাবি করেছেন, ধূমপান করলেই কমবে ওজন।
ইঁদুরদের ওপর বেশ কয়েকটি গবেষণা করে দেখা গিয়েছিল, তাদের শরীরের মধ্যে যদি কোনওভাবে নিকোটিন ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে অন্য সব খাবার খেলেও কোনওভাবে তাদের ওজন বৃদ্ধি হয় না। গবেষণাতেই দেখা গিয়েছে, নিকোটিনের মাত্রা কমিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করে ইঁদুরগুলোর ওজন।
মূলত ইঁদুরগুলোর ওপর টানা কুড়ি দিন এই গবেষণা চালানো হয়। তাতে দেখা গিয়েছে ৪০ শতাংশ পর্যন্ত নিকোটিন শরীরে ঢুকলে খাবারের পরিমাণের কোনও হেরফের না করলেও বাড়ে না ওজন।
তবে গবেষণাতে একথাও বলা হয়েছে, পরিমাণ মতো নিকোটিন যেমন ওজন নিয়ন্ত্রণে রাখে, তেমনই নিকোটিনের প্রতি নেশা শরীরে উল্টো প্রভাব ফেলে।
এই সংক্রান্ত গবেষণাপত্র নিকোটিন এবং টোব্যাকো রিসার্চ সংক্রান্ত এক ম্যাগাজিনে প্রকাশ করা হয়েছে।
ধূমপানে ওজন কমে, দাবি একদল গবেষক-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 May 2016 02:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -