অপ্রাপ্তবয়স্কদের বিয়েতেও প্রযোজ্য হতে পারে শিশু ধর্ষণ আইন, বলল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Sep 2017 11:55 AM (IST)
নয়াদিল্লি: বিয়ে হয়ে গিয়েছে বলেই কোনও অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্ক করা যায় না। বলল সুপ্রিম কোর্ট। সে ক্ষেত্রে শিশু ধর্ষণ আইন কার্যকর হতে পারে বলে জানিয়ে দিয়েছে তারা। ১৫ বছরের বেশি বয়স্ক যে কোনও মেয়ের সঙ্গে তার বিবাহিত স্বামীর যৌন সম্পর্ক ভারতীয় দণ্ডবিধিতে বেআইনি নয়। বৈবাহিক ধর্ষণও এখনও অপরাধের স্বীকৃতি পায়নি। কিন্তু বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তের বেঞ্চ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক পত্নীর সঙ্গে কোনও পুরুষের যৌন সম্পর্কে শিশু নির্যাতন বিরোধী পকসো আইন প্রযোজ্য হতে পারে, সে ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে স্বামীর বিরুদ্ধে। এক স্বেচ্ছাসেবী সংস্থা একটি বিয়েতে স্বামী স্ত্রীর যৌন সম্পর্কের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যায়, যেখানে স্ত্রীর বয়স ১৫ থেকে ১৮-র মধ্যে। সংস্থাটি বলে, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস বা পকসো আইনে স্বামীর বিচার করতে হবে। জবাবে আদালত বলেছে, অপ্রাপ্তবয়স্কের সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে বিয়ে কোনও রক্ষাকবচ নয়, স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতেই পারে।