চেন্নাই: তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জে জয়ললিতার ভাইঝি দীপা জয়কুমার এআইএডিএমকের প্রতিষ্ঠাতা এমজিআর-এর শততম জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে বলেন, জয়ললিতার জায়গায় আর কাউকে মেনে নেওয়া সম্ভব নয়। তিনি জানিয়েছেন, অল্প কয়েকদিনের মধ্যে রাজনীতির সঙ্গে যুক্ত হবেন তিনি, এবং তিনি এআইএডিএমকেতেই যোগ দেবেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে নিজের নতুন দল গঠনের সম্ভাবনা রয়েছে, ঘোষণা দীপা জয়কুমারের।


আজকের স্মরণসভায় গিয়ে তিনি মন্তব্য করেন, শশীকলার পরিবারের সদস্যরা যে দাবি করেছেন, জয়ললিতা তাঁদের বুদ্ধিতে চলত। সেটা সম্পূর্ণ ভুল এবং অসত্য। তিনি আরও বলেন, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দিতে বহু মিথ্যা গুজবও রটানো হচ্ছে। আমজনতা আসল সত্যিটা জানেই না, মন্তব্য প্রয়াত নেত্রীর ভাইঝির। তবে এরসঙ্গে তিনি একথাও বলেছেন, জয়ললিতার সম্পত্তি ওপর তাঁর কোনও দাবি নেই।

সূত্রের খবর, জয়ললিতা অসুস্থ থাকাকালীন তাঁর সঙ্গে অ্যাপোল হাসপাতালে দেখা করতে গিয়েছিলেন দীপা। কিন্তু সেসময় তাঁকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। দীপা হলেন জয়ললিতার ভাইয়ের মেয়ে। শোনা যায় শশীকলার ভাইপোকে দত্তক নেওয়ার পরই জয়ললিতার সঙ্গে তাঁর ভাইয়ের পরিবারের সম্পর্ক ভেঙে যায়। এমনকি দীপার সঙ্গে জয়ললিতার ২০০৭ সালের পর আর দেখা হয়নি বলেও অপর এক সূত্রের তরফে দাবি করা হয়েছে।

গত সপ্তাহে দীপা জয়কুমারের একটি পোস্টার প্রকাশ করে তাঁর সমর্থকরা। সেখানে দেখা যাচ্ছে  জয়ললিতার সঙ্গে যথেষ্ট সাদৃশ্য রয়েছে  দীপা জয়কুমারের।