নয়াদিল্লি: ১২৫ কোটি জনসংখ্যার দেশে সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বেকারত্বের সমস্যা স্ব-নিযুক্তির মাধ্যমে মোকাবিলা করেছে। এ কথা বলেছেন বিজেপি সভাপতি অমিত শাহ।
বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসের অভিযোগ, মোদীর আমলে কর্মসংস্থানহীন আর্থিক বৃদ্ধি ঘটছে। এর পরিপ্রেক্ষিতে বিরোধীদের কটাক্ষ করে বিজেপি সভাপতি বলেছেন, ইউপিএ সরকারের আমলে তাঁরা যদি এই বিষয়টিতে নজর দিতেন তাহলে তাঁদের একের পর এক নির্বাচনে হারের মুখ দেখতে হত না।
অমিত শাহ বলেছেন, বর্তমানে কত জন বেকার, তা জানার জন্য কোনও সঠিক ব্যবস্থা নেই। তিনি বলেছেন, ১২৫ কোটির দেশে প্রত্যেককে কাজ দেওয়া সম্ভব নয়। তাই কর্মসংস্থানের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসার চেষ্টা করছে সরকার। স্ব-নিযুক্তিকে উত্সাহিত করছে সরকার এবং ৮ কোটি মানুষকে স্বনির্ভর করা হয়েছে।
মোদী সরকারের তিন বর্ষপূর্তি উপলক্ষ্যে সাংবাদিক বৈঠকে এ কথা বলেছেন বিজেপি সভাপতি।
অমিত শাহর দাবি, মোদী সরকার নয়া ভারতের বুনিয়াদ তৈরি করেছে। সরকার বলিষ্ঠতার সঙ্গে বিভিন্ন নীতি গ্রহণ করছে ও স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলেও দাবি করেছেন তিনি। অমিত শাহ বলেছেন, মোদী সরকার এক্ষেত্রে সাফল্য পেয়েছে তা স্বাধীনতার পর থেকে কোনও সরকার তা করতে পারেনি। তিনি বলেছেন, ২০১৪-তে নীতি পঙ্গুত্বের শিকার সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। দেশের জনগনকে একটি বলিষ্ঠ ও স্বচ্ছ্ব সরকার বিজেপি উপহার দিয়েছে বলে দাবি করেছেন তিনি।
অমিত শাহর আরও দাবি, আন্তর্জাতিক মঞ্চে দেশের আত্মবিশ্বাস ও মর্যাদা তুলে ধরেছে সরকার।
১২৫ কোটির দেশে সবাইকে কাজ দেওয়া সম্ভব নয়, স্বনিযুক্তিকে উত্সাহ দিচ্ছে সরকার: অমিত শাহ
ABP Ananda, web desk
Updated at:
27 May 2017 12:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -